আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: পশ্চিম সাতকানিয়া ব্রীক ফিল্ড মালিক সমিতির সভাপতি শামসুল ইসলাম

পশ্চিম সাতকানিয়া ব্রীকফিল্ড মালিক সমিতির সভাপতি শামসুল ইসলাম


অনলাইন ডেস্কঃ পশ্চিম সাতকানিয়া ব্রীক ফিল্ড মালিক সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় শামসুল ইসলামকে অভিনন্দন জানিয়েছে চাটগাঁর সংবাদ (chatgarsangbad.net) পরিবার। রবিবার (২৮ জানুয়ারি) জেবিএম ব্রিকস ম্যানুফ্যাকচারারস এর স্বত্ত্বাধিকারী শামসুল ইসলামকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তার দীর্ঘায়ু কামনা করেন চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক আলহাজ্ব নুরুল আবছার চৌধুরী।

বৈশ্বিক জলবায়ুর অভিঘাত মোকাবেলায় সাতকানিয়ার ইটভাটা ব্যবসায়ীদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে নুরুল আবছার চৌধুরী বলেন, ‘সরকারি বিধি মেনে পরিবেশ বান্ধব ইটভাটা দেশের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি জলবায়ুজনিত আকস্মিক দুর্যোগ কমাতে পারে। সাতকানিয়াকে স্মার্ট সাতকানিয়ায় রূপান্তর করতে ইটভাটাগুলোতে পরিবেশ বান্ধব আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য।’

আরও পড়ুন সাতকানিয়ায় অবৈধ ইট ভাটা গুঁড়িয়ে দিচ্ছে পরিবেশ অধিদপ্তর

প্রসঙ্গত, ২০২২ সালে দেওয়া পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, চট্টগ্রামের ১৪ উপজেলায় মোট ইটভাটার সংখ্যা ৩২০টি। তন্মধ্যে ১৩৮টি ইটভাটার বৈধ কাগজপত্র থাকলেও বাকি ১৮২টিরই নেই অনুমোদন। ১৪ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ইটভাটা রয়েছে সাতকানিয়ায়।

এসব ইটভাটা স্থানীয় জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখলেও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর বলে দাবি করছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ আইন অমান্য এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার না করার ফলে ইটভাটাগুলো প্রতিনিয়ত বায়ু দূষণসহ নানা ধরনের দূষণে দায়ী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর