চন্দনাইশ সংবাদদাতা:
উপজেলা শিল্পকলা একাডেমি- চন্দনাইশের নির্বাহী কমিটির দ্বিমাসিক সভা ১৮ সেপ্টেম্বর ২০২৩, সোমবার একাডেমির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে এবং সম্পাদক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে নির্বাহী কমিটির সদস্য সঞ্চিতা বড়ুয়াসহ বড়ুয়া, সৈয়দ শিবলী ছাদেক কফিল প্রমুখ উপস্থিত ছিলেন।
এতে প্রতি দ্বিমাসিক/ ত্রৈমাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া উচ্চারণ ও আবৃত্তি, উচ্চাঙ্গসংগীত, তবলা, চিত্রাংকন ইত্যাদি প্রশিক্ষণ চালু করার সিদ্ধান্ত হয়।