৬ আগস্ট মঙ্গলবার বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে পরিচালনা কমিটির সংবর্ধনা ও ৫ম শ্রেণির মা সমাবেশ অনুষ্ঠিত হয়। উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রান হরি উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক ও অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজল কান্তি তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোলাম মাহবুব।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাকী গুপ্তার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর কাশেদুল হক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাতকানিয়া উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ রাসেল, সহ. প্রচার সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী রুবেল চৌধুরী। বিদ্যালয়ের সহ সভাপতি কাজী আবু নৈঈম, জমিদাতা মাহবুব আজাদ চৌধুরী, বিদ্যোৎসাহী(পু) মোঃ আনোয়ারুল ইসলাম অভি, ইউপি সদস্য মোঃ শফিকুর রহমান চৌধুরী, শিক্ষক মোস্তফা কামাল, বিদ্যোৎসাহী (ম) রুমি আকতার, অভিভাবক মহিলা সদস্য তাহামিনা ইসলাম চৌধুরী, হুরে মোস্তফা, শিক্ষক প্রতিনিধি ফাহমিদা হক চৌধুরী, শিক্ষক মাকসুদা বেগম, সেলিনা আকতার, রেহেনা আকতার, রাশেদা আকতার, ডিম্পল চৌধুরী ও আলমগীর।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং মা সমাবেশে উপজেলা শিক্ষা অফিসারগণ গঠনমূলক দিক নির্দেশনা সহ মূল্যবান বক্তব্য রাখেন। মা সমাবেশ শুরুরর পূর্বে ফুল দিয়ে অতিথি ও বিদ্যালয় পপরিচালনা কমিটির সসদস্যগণকে বরণ করা হয়। এরকম সুন্দর পরিবেশ ও সুশৃঙ্খলভাবে কমিটি গঠিত হওয়া এবং শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখায় প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সহ, কমিটির সদস্যদের ধন্যবাদ জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব।