বিনোদন ডেস্ক
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা ও আশফাকুর রহমান রবিনের বিয়ের এক বছর পূর্ণ হয়েছে আজ। গত বছরের ২৭ মে আশফাকুর রহমানের সঙ্গে ঘর বাঁধেন তিনি। সেই সময়েই অভিনেত্রীর ডিভোর্সের বিষয়টিও সামনে আসে। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পরই রবিনকে বিয়ে করেন তিনি।
প্রথম বিবাহবার্ষিকীতে শনিবার (২৭ মে) ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করেছেন পূর্ণিমা। যেখানে নিজের একমাত্র মেয়ে উমাইজা এবং স্বামী আশফাকুর রহমানের সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি।
পূর্ণিমা লিখেছেন, ‘প্রথম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা প্রিয় স্বামী আশফাকুর রহমান। এক বছরের ভালোবাসা। ৩৬৫ দিন একসঙ্গে পার করা। প্রচুর হাসাহাসি। ৫২ সপ্তাহের সুখের স্মৃতি। আরও কত অগণন স্মৃতি। শুভ বিবাহবার্ষিকী। আমি, উমাইজা এবং তুমি। আলহামদুলিল্লাহ।’
পূর্ণিমার সেই ফেসবুক পোস্টে শুভকামনা জানিয়েছেন তার সহশিল্পী, পরিচালক, সাংবাদিক ও ভক্তরা।
উল্লেখ্য, পূর্ণিমা ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যাসন্তানের মা হন। তার মেয়ের নাম আরশিয়া উমাইজা।
তবে ২০২২ সালে এসে নিজের বিচ্ছেদের খবর প্রকাশ করেন এই অভিনেত্রী। এরপরই আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হন আশফাকুর রহমান রবিনের সঙ্গে।
Leave a Reply