নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের বাকলিয়ার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মুক্ত কাফেলার উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল ) চট্টগ্রামের রাহাত্তারপুল এলাকায় মুক্ত কাফেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ ওয়াসিমের সঞ্চালনায় মুক্ত কাফেলার সভাপতি জাবেদ চৌধুরী হিমেল এর সভাপতিত্বে পুনর্মিলনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব নুরুল হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন মুক্ত কাফেলার সাবেক সভাপতি মুহাম্মদ সালাহ উদ্দীন।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ফরিদুল আলম,মোঃ নুরুল আলম,রফিকুল ইসলাম, মোহাম্মদ জাবেদ,শফিকুল আলম,জাহেদ উদ্দিন মিন্টু।
অনুষ্ঠানে স্মৃতিচারন,সঙ্গীত পরিবেশন এবং সংক্ষিপ্ত বক্তব্য দেন হাফেজ জসিম উদ্দিন, ফারুখ আজম, মোঃ এমরান, মোঃ জামাল উদ্দিন ,মোঃ ইব্রাহিম লেদু, মোঃ সেলিম আব্দুল কাদের, মোঃ মহিউদ্দিন, মোঃ রুবেল,মোঃ সরওয়ার,আব্দুল কদির তাজু,মল্লিক মাহমুদ, মানিক প্রমুখ।
ঈদ পুনর্মিলনীতে আসা সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি জাবেদ চৌধুরী হিমেল বলেন,ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে, মানবিকতা ও সংস্কৃতিতেও নতুন প্রজন্মকে এগিয়ে নিতে এবং সুখে-দুঃখে একে অপরের পাশে থাকার অঙ্গীকারই এই আয়োজনের মূল লক্ষ্য। পরে মুক্ত কাফেলার শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান