মুহাম্মদ আরফাত হোসেন:
আগামী ২০ মে চন্দনাইশ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনকে সামনে রেখে মুক্তিযোদ্ধাদের নিয়ে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
৩১ মার্চ বিকালে বরকল একটি কমিউনিটি সেন্টারে মুক্তিযোদ্ধা ফেরদৌসুল ইসলাম খানের সভাপতিত্বে মত বিনিময় সভা ও ইফতার মাহফিলে ফেরদৌসুল ইসলাম খানকে কমান্ডার, জয়নাল আবেদীনকে ডেপুটি কমান্ডার, মো. বাকেরকে সাংগঠনিক কমান্ডারসহ ১১ সদস্যের একটি প্যানেল ঘোষণা করা হয়।
এতে আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা যথাক্রমে অবসর প্রাপ্ত জেলা প্রশাসক আবদুল হক, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, আবদুস শহিদ মো. মাসুদ, জয়নাল আবেদীন জুনু, মো. বাকের, মো. জয়নাল আবেদীনসহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা। উল্লেখ্য যে, চন্দনাইশে ১১১ জন মুক্তিযোদ্ধা ভোটার তালিকা প্রকাশ করা হলেও এদের মধ্যে ৮ জন মৃত্যু বরণ করেছেন, ৫ জন দেশের বাহিরে, ৫ জন ভিআইপি মুক্তিযোদ্ধা রয়েছেন বলে জানা যায়। অপরাপর মুক্তিযোদ্ধাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সৃষ্টি হবে নতুন নেতৃত্ব।