আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাউসিয়া কমিটি কেন্দ্রীয় পরিষদের নিকট ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন চন্দনাইশ মানবিক টিম


মুহাম্মদ আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধিঃ

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রদানের জন্য গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের নিকট শীতবস্ত্র ও ওষুধ সামগ্রী হস্তান্তর করেন গাউসিয়া কমিটি চন্দনাইশ মানবিক টিম। ১১ ফেব্রুয়ারি বিকালে চন্দনাইশ পৌরসভাস্থ হাজির পাড়া তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠে এ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিতি ছিলেন, আঞ্জুমান রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাষ্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন, গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ায় মোহাম্মদ কমিশনার, দক্ষিণ জেলার সভাপতি আলহাজ্ব কমর উদ্দিন সবুর, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মাস্টার, সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোজাফফর আহমদ, চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও চন্দনাইশ মানবিক টিমের প্রধান মাওলানা সোলাইমান ফারুকী, উপজেলার সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ সরওয়ার উদ্দিন, পৌরসভার সাধারণ সম্পাদক মোরশেদুল আলম, মানবিক টিমের প্রধান সমন্বয়ক মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী শুভ, মোহাম্মদ সাইফুল আলম, হারুনুর রশীদ, আরফাতুর রহমান বাবু, মোহাম্মদ হোসাইন প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর