অনলাইন ডেস্কঃ এবার সাহিত্যে নোবেল পেলেন নরওয়েজিয়ান সাহিত্যিক জন ফসে। তিনি একাধারে লেখক ও নাট্যকার। নিপীড়িত মানুষের কণ্ঠস্বর তার সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। সাহিত্যে নিপীড়িত মানুষের পক্ষে কৃতিত্বপূর্ণ অবদানের জন্যই তাকে এবারের নোবেল বিজয়ী ঘোষণা করা হয়।
আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় সুইডেনের স্টকহোমে এক সংবাদ সম্মেলনে পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি।
গত বছর, ২০২২ সালে সাহিত্যে নোবেল পান ফরাসি লেখক ও অধ্যাপক আনি এর্নো। তার বেশিরভাগ সাহিত্যকর্ম আত্মজীবনীমূলক ও সমাজবিজ্ঞানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। ২০২১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছিলেন ঔপন্যাসিক আবদুল রাজাক গুরনাহ।