প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৩:২০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২৩, ১২:০২ অপরাহ্ণ
চট্টগ্রাম-১৪ আসনে ৭ জন প্রার্থীর মনোনয়ন ফরম জমা
মুহাম্মদ আরফাত হোসেন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়পত্র জমাদানের শেষ দিন পর্যন্ত (৩০ নভেম্বর) চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনে ৭ জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা করেছেন। তারা হলেন ২ বারের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, ৩ বারের চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান, স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল জব্বার চৌধুরী, বাংলাদেশ জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অলি উল্লাহ চৌধুরী মাসুদ, সুপ্রিম পার্টি মনোনীত প্রার্থী আইয়ুব তাহেরী, বাংলাদেশ তরিকত ফেডারেশন মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী ফারুকী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. আবুল হোসাইনসহ ৭ জন উৎসব মুখর পরিবেশে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তার নিকট তাদের মনোনয়নপত্র জমা করেন।
Copyright © 2024 Chatgar sangbad. All rights reserved.