আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দোহাজারী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ. লীগের বিদ্রোহী প্রার্থী নোমান বেগকে দল থেকে বহিষ্কার


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ

আগামী ১৭ জুলাই (সোমবার) চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় প্রথমবারের মত নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিমের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আওতাধীন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল নোমান বেগকে দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে দল থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানান, “চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যকরি সংসদের সভার সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কাছে সুপরিশ পাঠানো হবে।”

সভার সিদ্ধান্তনুযায়ী বিদ্রোহী প্রার্থীর পক্ষে অর্থাৎ নৌকা প্রতীকের বিরুদ্ধে যে সকল নেতা-কর্মী কাজ করছেন বা প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করছেন তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, আগামী ১৭ জুলাই দোহাজারী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।

এবিষয়ে প্রতিক্রিয়া জানতে আবদুল্লাহ আল নোমান বেগ এর মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা যায়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর