নিজস্ব প্রতিবেদক
বান্দরবান জেলা মহিলা শ্রমিক লীগের নতুন ত্রিবার্ষিক কমিটি সম্প্রতি অনুমোদিত হয়েছে। এতে সভাপতি পদে নীলিমা আক্তার নীলা এবং সাধারণ সম্পাদক পদে সানুচিং মার্মা নির্বাচিত হন। মানবাধিকার নেত্রী, কবি ও গীতিকার নীলিমা আক্তার নীলা সফলতার সাথে প্রতিটি কাজেই অর্জন করেছেন মানুষের ভালোবাসা, সম্মান, খ্যাতি। ছোট বেলা থেকে মানুষের জন্য লড়াই করা, মানুষের পাশে দাঁড়ানো, নিজের খাবার অন্যের মুখে তুলে দেয়া এক বিরল ইতিহাস সৃষ্টি করেছেন, নীলিমা আক্তার নীলা। মানবাধিকারে কাজ করতে গিয়ে শত শত মানুষের সংসার জোড়া লাগানো, মানুষের চোখের পানি খুব সহজে মুছে দেয়া কিংবা মৃত্যুকে হাতে নিয়ে অন্যকে বাঁচানোর গল্প হয়তো কোনদিন মানুষ ভুলে যেতে পারবে না। সততার সাথে প্রতি মূহুর্তে হাত ধরে ছুটে চলা নীলিমা আক্তার নীলাকে বান্দরবান জেলা শাখার মহিলা শ্রমিক লীগের সভাপতি হিসেবে পেয়ে, মানুষ হয়তো আরো বেশি গর্ববোধ করবে। ছোট বেলায় বাবার বুকে মাথা রেখে বঙ্গবন্ধুর গল্প শুনতে শুনতে মনে হতো, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ একদিন পৃথিবীর বুকে ঝলমল করবে, বঙ্গকন্যা শেখ হাসিনায় পারবে সোনার বাংলাদেশকে পৃথিবীর বুকে আলোর সিংহাসনে দাঁড় করাতে, কেননা এই বাংলার জন্য তিনি তার পুরো পরিবারকে হারিয়েছেন, সব কিছু হারিয়ে তিনি শুধু এই দেশটাকেই পেয়েছেন,এমন মর্মান্তিক কষ্টের গল্প পৃথিবীতে আর নেই। নীলিমা আক্তার নীলা সেই ছোট্ট বেলা থেকেই বঙ্গবন্ধু এবং তার কন্যা শেখ হাসিনার জন্য অজস্র সম্মান আর ভালোবাসা হৃদয়ের মাঝে স্থাপন করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নে বাংলাদেশ আজ পৃথিবীর শীর্ষে,এমন একজন সাহসী নেত্রীর পাশে থাকতে পারলে জীবনের শ্রেষ্ঠ স্বপ্নটা ও পূরণ হবে,মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কিছু করার আরেকটি সুযোগ হবে। নীলিমা আক্তার নীলা অশেষ কৃতজ্ঞতা জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় মহিলা শ্রমিক লীগের সভাপতি, সুরাইয়া আক্তার, শামীমা আক্তার জলি, বীর বাহাদুর উশৈচিং এমপি সহ নেতৃবৃন্দদের।