আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কর্ণফুলী সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও মতবিনিময়


ওসমান হোসাইন, কর্ণফুলী প্রতিনিধি:

কর্ণফুলী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা, ( ইউএনও ) মোঃ মামুনুর রশীদ।

২৪ অক্টোবর সোমবার সকাল ১১ঘটিকায় উপজেলা মিলায়তনে কর্মরত জাতীয় ও আঞ্চলিক প্রিন্ট এবং ইলেট্রনিক মিডিয়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

নবাগত ইউএনও এ সময় কর্ণফুলী উপজেলা নানা সমস্যা নিয়ে সাংবাদিকদের বক্তব্য শুনেন। সাংবাদিকদের বক্তব্য শেষে ইউএনও জানান, জনগণের কাঙ্ক্ষিত সেবা বাড়ানোই হবে তার প্রথম কাজ।

নবাগত ইউএনও হয়রানি ও দুর্নীতিমুক্ত সেবার প্রতিশ্রুতি দিয়ে,ইতিবাচক কাজে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সাংবাদিকরা যাতে নিরাপদে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন তারও প্রতিশ্রুতি দেন।

এ সময় বিভিন্ন পত্রিকার সাংবাদিক প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়া ও উপজেলা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ ০২ অক্টোবর উপজেলা ইউএনও হিসাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি হলেন উপজেলার ৬ষ্ঠ নির্বাহী কর্মকর্তা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর