নিজস্ব প্রতিবেদক
নিউজিল্যান্ড প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক ও ক্রিড়া সংগঠক
মাসুদ রানার পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৮ মার্চ বিকেল ৪ টায় হাফিজুর রহমান প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে গরীব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী সাহাদাত হাসান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবক ও সংগঠক মেম্বার মো.নেজাম, ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের ত্রান বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল, হাজী ইউনুচ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল কাদের সাইফুল, ব্যবসায়ি ও সমাজ সেবক জসিম উদ্দিন, মনির আহম্মদ, মো.সোলাইমান।
ইফতার সামগ্রী বিতরণ কালে নিউজিল্যান্ড প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক মাসুদ রানা জানান, মানুষ মানুষের জন্য, তাই মানবতার কল্যাণে আমাদের সবাই কে এগিয়ে আসতে হবে।