অনলাইন ডেস্কঃ অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে নতুন আইন পাস করেছে সিঙ্গাপুর। চলতি সপ্তাহে দেশটির আইনসভায় নতুন এ আইন পাস হয়। আইনে বলা হয়েছে, দেশের জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়ে এমন অর্থনৈতিক কর্মকাণ্ড রোধে ব্যবস্থা নিতে পারবে দেশটির বাণিজ্য ও শিল্পমন্ত্রী। নতুন এ আইন পাসের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে নজরদারি বাড়িয়েছে দেশটি। খবর নিক্কেই এশিয়া।
অভ্যন্তরীণ বহুজাতিক যেকোনো প্রতিষ্ঠানের আমদানি, রফতানি বা বাণিজ্যিক লেনদেন জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে পারবে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়।
বিশ্লেষকরা বলছেন, স্থানীয় বাজারে বিদেশী মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ যাচাই-বাছাইয়ের আওতাভুক্ত করতে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। অনেকেই মনে করেন, দেশের জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক সার্বভৌমত্বে মারাত্মক হুমকি মোকাবেলায় এ ধরনের আইন খুব গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন গণমুখীনীতি গ্রহণে বাংলাদেশের প্রতি পরামর্শ সিঙ্গাপুর রাষ্ট্রদূতের
বাণিজ্যমন্ত্রী গান কিম ইয়ং সংসদে এক বক্তৃতায় বলেছেন, কেবল সিঙ্গাপুরই এ ধরনের আইন পাস করেনি। অস্ট্রেলিয়া, চীন, জাপানসহ অন্তত ৩৭টি দেশ এমন আইন পাস করেছে।
তিনি আরো বলেন, ‘জাতিসংঘের ২০২৩ সালের প্রতিবেদন অনুসারে, ১৯৯০ সালের পর থেকে এ পর্যন্ত বিশ্বের প্রায় ৩৭টি দেশ এ ধরনের আইন পাস করেছে।’
নতুন এ বিধানের আওতায় কোন কোন প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোর নাম প্রকাশ করেনি সিঙ্গাপুরের বাণিজ্য মন্ত্রণালয়। তবে তিনি বলেছেন, আইনটি কর্যকর হলে এর আওতায় যারা থাকবে, তাদের তালিকা প্রকাশ করা হবে।
ভাষান্তর: বণিক বার্তা
Leave a Reply