অনলাইন ডেস্ক
দুর্গাপূজার ছুটি বৃহস্পতিবার একদিন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এনিয়ে আজ মঙ্গলবারই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান তিনি। সকালে ঢাকাশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের মাহফুজ আলম এ কথা জানান।
এর ফলে শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে চলতি মাসে টানা চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
এর মধ্যে বিজয়া দশমীর সরকারি ছুটি থাকবে আগামী ১৩ অক্টোবর। তার আগে বৃহস্পতিবার, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
দেশের সব সরকারি ও আধা-সরকারি অফিস এবং স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানেও এ ছুটি থাকবে।
Leave a Reply