সৈয়দ শিবলী ছাদেক কফিল:
দক্ষিণ চট্টগ্রামের একমাত্র চন্দনাইশ উপজেলায় উপজেলায় রয়েছে দুটি পৌরসভা, তা হল- চন্দনাইশ পৌরসভা ও দোহাজারী পৌরসভা। সাম্প্রতিককালে সরকার পরিবর্তনের পর পৌরসভা দু'টিতে মেয়রের পরিবর্তে দায়িত্ব দেয়া হয় দু'জন প্রশাসককে। কাজের সুবিধার্থে একমাসের মধ্যেই পরিবর্তন ঘটে প্রশাসকের।
গত সোমবার স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপ-সচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা যায়। নিয়োগকৃত প্রশাসকরা পৌরসভা মেয়রের ক্ষমতা প্রয়োগ ও অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে জানা যায়, চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমকে চন্দনাইশ পৌরসভা ও সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমাকে দোহাজারী পৌরসভার প্রশাসকের দায়িত্ব দেয়া হয়। এর আগে চন্দনাইশ পৌরসভায় চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা ও দোহাজারী পৌরসভায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার (আরএম) মো. রাজীব হোসেন প্রশাসকের দায়িত্বে ছিলেন।