মোঃ শোয়াইব,হাটহাজারী প্রতিনিধি:
তুচ্ছ ঘটনায় হাটহাজারীতে সাবেক চেয়ারম্যান হাবিবুল্লাহ (৫৬) চেয়ারম্যান চাচার অস্ত্রের গুলিতে ভাতিজা গুরুত্বর আহত হয়েছে। রবিবার(২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দক্ষিণ মাদার্শা ৫নং ওয়ার্ড হাবিব চেয়ারম্যানের বাড়ীতে এ ঘটনা ঘটে। এসময় ভাতিজা হামিদুল্লাহ জসিমের চোয়ালে লেগে গুরুতর আহত হয়। এসময় চাচা হাবিবুল্লাহ তিন রাউন্ড গুলি চালায়।দ্রুত উদ্ধার করে জসিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।আতংকিত হয়ে এলাকাবাসী দ্রুত থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে রাত ৯টায় পুলিশ যায়।
এসময় ঘর থেকে পুলিশকে লক্ষ করে আরো ৭/৮রাউন্ড গুলি ছুড়ে।তবে কেউ আহত হয়নি। রাত ৯টা থেকে সকাল ৮টা পর্যন্ত পুলিশ অবস্থান করে বিভিন্ন কৌশলে তাকে গ্রেপ্তার করে ১টি লাইসেন্সকৃত ১টি রিভারবার ও ১টি একনলা বন্দুক জ্বদ সহ ৬রাউন্ড গুলির খোসা উদ্ধার করেন মডেল থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১টি অস্ত্র মামলা ও আহত ব্যক্তির ছোট ভাই মো.শাহেদ হোসেন মামলা রুজু করেন,যার নং ২২/২৩।
থানা ও স্থানীয় সুত্রে জানা যায়, সাবেক চেয়ারম্যান হাবিবুল্লাহ দুটি বৈধ লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে বিভিন্ন সময় গুলি চালিয়ে মানুষকে আতংকিত করে। স্থানীয় একটি মসজিদ নিয়ে বিরোধ চলছিল।প্রতিপক্ষের ইন্ধনে ভাতিজা জসিমকে প্রকাশ্যে ঘর থেকে গুলি ছুড়ে।এতে গুরুত্বর আহত হয় জসিম।পুলিশ রাত ৯টা থেকে সকাল ৮টা পর্যন্ত অবস্থান করে হাবিবুল্লাহর ঘর ঘেরাও করে রাখে। এসময় ঘরের দুতলা থেকে আবারো সে ৭/৮রাউন্ড গুলি চালায় পুলিশের উপস্থিতিতে।পরে তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে। এ ঘটনায় পুরো এলাকা আতংকিত সৃষ্টি হয়েছে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন সবুজ জানান,তুচ্ছ বিষয় নিয়ে হাবিবুল্লাহ তার ভাতিজাকে গুলি করে।এতে জসিম গুরুত্বর আহত হয়।খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার ব্যবহৃত লাইসেন্সকৃত দুটি অস্ত্র জব্দ সহ ছয় রাউন্ড গুলির খোসা উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়।
এভাবে প্রকাশ্যে গুলি ছুড়া সহ জনগনের মাঝে আতংক সৃষ্টি করার অপরাধে তার বিরুদ্ধে দুটি মামলা রুজু হয়েছে। দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।