আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে সরিষা ক্ষেত পরিদর্শনে নজরুল ইসলাম এমপি


মুহাম্মদ আরফাত হোসেনঃ
চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, বর্তমান কৃষি বান্ধব সরকার হিসেবে কৃষকদের বিনামূলে সার, বীজ ও কৃষি প্রণোদনা দিয়ে যাচ্ছে। সে সাথে সহজ শর্তে কৃষকদের মাঝে ঋণ বিতরণের পাশাপাশি কৃষি পণ্য সহজতরভাবে বিতরণ করা হচ্ছে কৃষকদের মাঝে। বর্তমান প্রধানমন্ত্রী ঘোষণানুযায়ী একখন্ড জমিও অনাবাদি থাকতে পারবে না। প্রয়োজনে জমির মালিকদের সকল প্রকার সহযোগিতা দেয়া হবে বলে তিনি জানান। ২৭ জানুয়ারি বিকালে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের রোপন করা ক্ষেত পরিদর্শনকালে তিনি এসব কথা বলেছেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রাণী সরকার, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, উপ-সহকারি কর্মকর্তা ইফতিয়াক আহমদ আরিফ, উপ-সহকারি কর্মকর্তা মানেশ দে, সাংবাদিক মঈনুদ্দিন, সুব্রত বড়ুয়া, ছাত্রলীগ নেতা সিরাজুল কাফি চৌধুরী প্রমুখ। কৃষি কর্মকর্তা বলেছেন, সরকারের সহযোগিতার কারণে চন্দনাইশে কৃষকরা প্রনোদনা, বীজ সহায়তা,  প্রদর্শনী, এমপি নিজস্ব তহবিল  ও এডিবি খ্যাত থেকে আর্থিক সহায়তা প্রদান করায় এ বছর উপজেলার লক্ষ্যমাত্রার ৫১ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। কৃষকদের উদ্বুদ্ধ করণের ফলে সরিষা চাষের আবাদ বৃদ্ধি পেয়েছে। কৃষকেরা সরিষা চাষে এগিয়ে আসলে তৈল জাতীয় শস্য উৎপাদন বৃদ্ধিতে এ সকল সুযোগ-সুবিধা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর