আজ ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মনোনয়নপত্র জমা দিলেন নজরুল ইসলাম চৌধুরী 


চন্দনাইশ প্রতিনিধি 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রাম-১৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম জেলা প্রসাশক আবুল বাশার মো. ফখরুজ্জামানের কাছে বুধবার (২৯ নভেম্বর) মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এসময় নজরুল ইসলাম চৌধুরী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ জুন, পৌর মেয়র যথাক্রমে মাহাবুল আলম খোকা, লোকমান হাকিম ও ইউপি চেয়ারম্যানগণসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

নজরুল ইসলাম চৌধুরী বলেন, আমি ১০ বছর ধরে চন্দনাইশ-সাতকানিয়া মানুষের জীবনমান উন্নয়নে সব সময় পাশে ছিলাম। আগামীতেও মানুষের পাশে থাকবো। তিনি বিগত সময়ে জনগণের সাথে সম্পৃক্ত থেকে এলাকার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করায় তৃতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর