এইচ.এম.এম.সাইফুদ্দীন:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আনারসকে ডুবিয়ে নাজিম উদ্দীন মুহুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ফটিকছড়ি উপজেলা সর্বমোট কেন্দ্র ১৪২ নাজিম উদ্দীন মুহুরী (মোটরবাইক প্রতীক) পেয়েছেন ৬৬ হাজার ১৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বখতিয়ার সাঈদ ইরান (আনারস প্রতীক) পেয়েছেন ৫১ হাজার ৩৭১ ভোট।
১৪ হাজার ৮১২ ভোট বেশি পেয়ে নাজিম উদ্দীন মুহুরী (মোটরবাইক) প্রতীক নিয়ে ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া ফটিকছড়িতে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ জমিস উদ্দীন ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শারমিন আক্তার নুপুর।
তারমধ্যে ফটিকছড়ি দুয়েকটি কেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ছাড়া তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি ভোটগ্রহণ চলাকালীন সময়ে।
২১মে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। সকালের দিকে বিভিন্ন কেন্দ্রে তেমন একটা ভোটার উপস্থিতি লক্ষ্য যায়নি। ফটিকছড়ি ডিগ্রি কলেজ, রাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,ভূজপুর ন্যাশনাল স্কুল, মাইজভাণ্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়, কিপায়াতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হারুয়ালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাঁতমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এগণি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্রে গিয়ে ভোটারদের উপস্থিতি তেমন দেখা যায়নি। ফাঁকা পাওয়া গেছে অনেক কেন্দ্র। মহিলা ভোটারদের উপস্থিতি ছিল একেবারে নগন্য।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কিছুটা বাড়লেও দুপুরের পর বিভিন্ন কেন্দ্র একেবারেই ফাঁকা দেখা যায়।
Leave a Reply