আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

নয়নাভিরাম ক্যাম্পাস মির্জাখীল কলেজে ভর্তি চলছে এইচএসসি ১ম বর্ষে


অনলাইন ডেস্কঃ শ্যামল ছায়া কবিতাটিতে রবীন্দ্রনাথ লিখেছিলেন ছায়া সুনিবিড় শান্তির নীড়, ছোট ছোট গ্রামগুলির কথা। সাতকানিয়াতেও তেমনই এক গ্রামীণ জনপদের নাম মির্জাখীল।

ছবি: কলেজের জন্য নতুন একাডেমিক ভবন

একটা সময় ছিলো এ অঞ্চলসহ আশেপাশের ইউনিয়নগুলোর শিক্ষার্থীদের জন্য একমাত্র প্রতিষ্ঠান ছিলো সাতকানিয়া সরকারি কলেজ। পরবর্তীকালে বেসরকারি কয়েকটি কলেজও হয়েছে সাতকানিয়া সদরে। তবে এখন এ মির্জাখীল এলাকার শিক্ষার্থীদের প্রিয় প্রতিষ্ঠান মির্জাখীল হাই স্কুলটিও কলেজে রূপান্তরিত হয়েছে। যারা এ কলেজে পড়তে ইচ্ছুক অথবা সরকারি কলেজে ভর্তি হওয়ার মতো মার্কস অর্জন করতে পারেননি তারা সহজেই এ কলেজে পড়াশোনা করার সুযোগ পাবেন। অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য এ প্রতিষ্ঠানের পক্ষ থেকে রয়েছে বিশেষ সুব্যবস্থা।

মির্জাখীল কলেজে ভর্তি হওয়ার বিশেষ সুবিধা
#প্রথম চয়েস দিলে ভর্তির আবেদন খরচ ফ্রি,
#এ প্লাস এবং এ প্রাপ্ত শিক্ষার্থীরা সম্পূর্ণ ফ্রি খরচে ভর্তি,
#সাধারণ শিক্ষার্থীর ভর্তি ফি ২ হাজার টাকা এবং মাসিক বেতন ২০০ টাকা,
#গরীব মেধাবীদের ফ্রি বইসহ বিশেষ সুবিধা,
#ইংরেজি ও আইসিটি বিষয়ে অতিরিক্ত ফ্রি ক্লাস,
#অনলাইনে ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শ্রেণী কার্যক্রম পরিচালনা,
#আলাদা সুসজ্জিত ডিজিটাল কম্পিউটার ল্যাব ও পাঠাগার,
#শিক্ষার্থীদের এক্সট্রা কারিক্যুলামের মাধ্যমে স্মার্ট নাগরিকে রূপান্তর।

আসুন জেনে নিই অনলাইনে কীভাবে আবেদন করতে হবে?

EIIN: 104992 অনলাইনে আবেদন ফি সম্পূর্ণ ফ্রি। ভর্তি নিশ্চিত করতে Mirzakhil High School and College ১নং এ চয়েস দিলে কোনো টাকা দিতে হবে না।

ছবি: ২০২৪ সালে একাদশে ভর্তির নীতিমালা

◾ধাপ ১ঃ প্রথমে অনলাইন আবেদন পোর্টাল (xi class admission.gov.bd) এ ওয়েবসাইটে সাইন আপ অপশনে ক্লিক করে EDU আইডি খুলবেন। আপনার রোল, রেজিষ্ট্রেশন, বোর্ড ও সাল দিয়ে জমা দিবেন। এরপর, পরের পেইজে আপনার ধর্ম, একটি সচল মোবাইল নং, জন্ম নিবন্ধন নম্বর দিয়ে সাবমিট দিবেন। সাথে সাথে আপনার মোবাইল নং এ আইডি পাসওয়ার্ড যাবে।

আরও পড়ুন মির্জাখীল হাই স্কুল অ্যান্ড কলেজে এসএসসি ও দাখিলে উত্তীর্ণদের সংবর্ধনা

◾ধাপ ২ঃ এবার লগইন অপশনে ক্লিক করে প্রাপ্ত আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে, নতুন একটি পাসওয়ার্ড সেট করে দিবেন।

◾ধাপ ৩ঃ এবার নতুন পাসওয়ার্ড দিয়ে আবার লগইন করে ‘আবেদন ফি জমা দিন’ অপশনে ক্লিক করে ‘Sonali Payment Gateway’ এ মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে (বিকাশ, নগদ, রকেট) এ ১৫০/- অনলাইন পেমেন্ট করবেন।

ছবি: প্রতিষ্ঠানের নতুন শহিদ মিনার

◾ধাপ ৪ঃ পেমেন্ট সম্পন্ন হলে, ‘আবেদন করুন’ অপশনে ক্লিক করে আপনার পছন্দমত নূন্যতম ৫টি থেকে সর্বোচ্চ ১০টি কলেজ চয়েস দিয়ে আবেদন সাবমিট করবেন। এতে আবেদন সম্পন্ন হয়ে যাবে। এবার ‘আবেদন দেখুন’ অপশন আপনার আবেদনটি দেখতে পাবেন এবং ‘পিডিএফ ডাউনলোড করুন’ প্রিন্ট কপি নিয়ে নিজের কাছে যত্ন করে রাখবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর