রাষ্ট্রীয়ভাবে ৭ নভেম্বর মুক্তিযোদ্ধা সেনা হত্যা দিবস পালনের দাবি তুলেছেন চট্টগ্রাম জেলা ও মহানগর শাখা সেক্টর কমান্ডারস ফোরাম। আজ রবিবার (৭ নভেম্বর) বিকালে বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদের সভাপতিত্বে নগরের দোস্তবিল্ডিং কার্যালয়ে এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের চট্টগ্রাম নগর সভাপতি, সাবেক সিভিল সার্জন বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী প্রধান অতিথি ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার প্রধান আলোচক ছিলেন।
জেলা সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ফোরকান উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা গৌরীশংকর চৌধুরী, মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, মাওলানা নজরুল ইসলাম আশরাফী, আবদুল মালেক খান, অ্যাডভোকেট সাইফুন নাহার খুশী, বিশ্বজিত সেন, নুরুল হুদা চৌধুরী, আরিফ মঈনুদ্দিন, অ্যাডভোকেট সৈকত দাশগুপ্ত, শফিকুর রহমান, ইয়াসির আরাফাত, কামাল উদ্দিন, রাজীব চন্দ, নবী হোসেন সালাউদ্দিন, ফারজানা মিলা, মোস্তাফিজুর রহমান বিপ্লব, অ্যাডভোকেট রোখসানা, দীপন দাশ, ইমরান মুন্না, আবদুর রহিম, শীলা চৌধুরী, এমএ খালেক, কামাল পাশা, আইমান উদ্দিন, জিএম পারভেজ, ইমাম সাকিব প্রমুখ।
বক্তারা বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পরবর্তী অস্থিতিশীল সময়ে ৭ নভেম্বর বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের অন্যতম কূশীলব জেনারেল জিয়া তথাকথিত সিপাহি জনতার বিপ্লবের নামে মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা হত্যার ব্লুপ্রিন্ট বাস্তবায়ন করেছিলেন। যা জেনারেল জিয়ার হত্যাকাণ্ডের পূর্ববর্তী সময় পর্যন্ত অব্যাহত ছিল।
কলঙ্কিত ৭ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধা সেনা হত্যা দিবস ঘোষণার দাবি জানিয়ে বক্তারা বলেন, কলঙ্কিত এ ঘটনার পূর্বাপর তদন্তের জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে সেদিনের প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরা আজ সময়ের দাবি। সভায় শহীদ মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাসহ নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
তথ্যসূত্র: বাংলানিউজ২৪
Leave a Reply