আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে জাতীয় যুব দিবস পালিত


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

চন্দনাইশে ১ নভেম্বর বুধবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৩ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল যুব র ্যালী, আলোচনা সভা, প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুব মহিলাদের সনদপত্র বিতরণ, ঋণ বিতরণ ইত্যাদি।

এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আবদুল জব্বার চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম সালেহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, থানার অফিসার ইনচার্জ ওবাইদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সেক্রেটারি হাসান আহসানুল কবির, বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ। এবারের প্রতিপাদ্য ছিল “স্মার্ট যুব, সমৃদ্ধদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”। অনুষ্ঠানে দুই শতাধিক যুব-যুব মহিলা, বিএনসিসিসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোক উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর