আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী

নদভী মনোনয়নপত্র জমা দেবেন আজ


অনলাইন ডেস্কঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জামা দেবেন আজ। বুধবার (২৯ নভেম্বর) বিকাল ৩টায় সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাসের কাছে মনোনয়ন পত্র জমা দেওয়ার কথা রয়েছে ড. নদভীর।

এদিকে গত সোমবার (২৭ নভেম্বর) ড. নদভী ঢাকা থেকে আ. লীগের কেন্দ্রীয় নির্দেশনা নিয়ে চট্টগ্রাম পৌঁছুলে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্করা।

আরও পড়ুন শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে এমপি নদভী সংবর্ধিত

প্রসঙ্গত, ড. নদভী ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ আসনে তিনি এবারসহ পরপর তিনবার আ. লীগের মনোনীত প্রার্থী হয়ে ভোটে লড়ছেন। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর