মোহাম্মদ ইকবাল হোসেন, সাতকানিয়াঃ আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগড়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (২৯ নভেম্বর) বিকালে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মিল্টন বিশ্বাসের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
আরও পড়ুন মনোনয়নে বিজয়ী নদভীকে সমর্থকদের শুভেচ্ছা
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আ. লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আ. লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সাতকানিয়া উপজেলা আ. লীগের সিনিয়র সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলম, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, সাইদুর রহমান দুলাল, আ ন ম সেলিম, আবদুল মান্নান প্রমুখ।
প্রসঙ্গত, প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এ আসনে তিনি এবারসহ পরপর তিনবার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে ভোটে লড়ছেন। তিনি আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য।
Leave a Reply