নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সাবেক সদস্য, রিহ্যাব বাংলাদেশের ভাইস-প্রেসিডেন্ট, রিহ্যাব চট্টগ্রাম রিজিওন এর চেয়ারম্যান ও হোটেল দি কক্স টুডে’র ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল কৈয়ুম চৌধুরী বলেন, আমার ব্যবসায়িক ও রাজনৈতিক জীবনের প্রধান লক্ষ্য হলো মানুষের কল্যাণে কাজ করা, আমি সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়াতে চাই। আমি চট্টগ্রাম প্রেস ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ডে আগে থেকেই সম্পৃক্ত ছিলাম। আজীবন সদস্যপদ লাভের মাধ্যমে আমিও চট্টগ্রাম প্রেস ক্লাব পরিবারের সদস্য। এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় আগামীতে নিজেকে আরো বেশি নিয়োজিত রাখবো। মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।
চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ এবং প্রবীণ সাংবাদিক এম নাসিরুল হক।
এসময় প্রেস ক্লাব সভাপতি সালাহউদ্দিন মো. রেজা বলেন, আবদুল কৈয়ুম চৌধুরী একজন সাংবাদিকবান্ধব ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। তিনি প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় অভিনন্দন জানাই। একইসঙ্গে তার সহযোগিতায় প্রেস ক্লাবের আগামীদিনের কর্মকাণ্ড আরো বেশি গতিশীলতা পাবে।
এ সময় প্রেস ক্লাবের সহসভাপতি মনজুর কাদের মনজু, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইকবাল, প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক সরওয়ারুল আলম, গ্রন্থাগার সম্পাদক কুতুব উদ্দিন, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, কার্যকরী সদস্য মো. আইয়ুব আলী ও মঞ্জুরুল আলম মঞ্জু, হোটেল কক্স টুডে’র হেড অব সেল্স মোহাম্মদ সাইফ, চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য নির্মল চন্দ্র দাশ, স্বপন কুমার মল্লিক, এম নাসিরুল হক, জেড এম এনায়েতউল্লাহ, মোহাম্মদ শামসুল হক, আসিফ সিরাজ, আবু জাফর মো. হায়দার, জামালুদ্দীন ইউছুফ, পংকজ কুমার দস্তিদার, একেএম কামরুল ইসলাম চৌধুরী, সুভাষ কারণ, মাখন লাল সরকার, প্রভাত বড়ুয়া, রোকসারুল ইসলাম, যীশু রায় চৌধুরী, বিশ্বজিৎ বড়ুয়া, রূপম চক্রবর্তী, জাহাঙ্গীর টুটুল, সাইফুদ্দিন খালেদ, জাকির হোসেন লুলু, তাপস বড়ুয়া রুমু, মিন্টু চৌধুরী, গোলাম সরওয়ার, সুভাষ কারণ, সিরাজুল করিম মানিক, মুজাহিদুল ইসলাম, আবসার মাহফুজ, বিপুল বড়ুয়া, আবুল কালাম বেলাল, কামাল উদ্দিন খোকন, মোহাম্মদ ফারুক, মাহবুবুর রহমান, মো. শহীদুল ইসলাম, আবুল হাসনাত, নুরউদ্দিন আহমদ, গোলাম সরওয়ার, প্রদীপ নন্দী, সহিদুল ইসলাম সহিদ, গোলাম মর্তুজা আলী, সুলতান মাহমুদ সেলিম, রাজেশ চক্রবর্তী, নিপুল কুমার দে, অমিত বড়ুয়া, আজহার মাহমুদ, রবি শংকর চক্রবর্তী, মোহাম্মদ ফরিদ উদ্দিন, সুবল বড়ুয়া, মোহাম্মদ হামিদুল ইসলাম, শরীফুল হক চৌধুরী, অস্থায়ী সদস্য আমিনুল ইসলাম মুন্না, তুষার দেব’সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।