আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারতের বিপক্ষে নেই মুশফিকুর রহিম


অনলাইন ডেস্ক

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এশিয়া কাপের মাঝপথে দেশে ফিরে আসেন মুশফিকুর রহিম। পরে কন্যা সন্তানের বাবা হন তিনি। তিনদিনের ছুটিতে আসছেন, এমনটি জানানো হলেও মুশফিক আর শ্রীলঙ্কায় ফিরছেন না। ভারতের বিপক্ষে তার খেলা হচ্ছে না। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সুপার ফোরের প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে জয়ে ফাইনাল খেলার কোনো সম্ভাবনাও নেই। এমন ম্যাচের সময় অসুস্থ স্ত্রীর পাশে থাকতে চেয়েছেন মুশফিক, বিসিবিও সেটি মঞ্জুর করেছে।

ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘মুশফিক আমাদের জানিয়ে তার স্ত্রী এখনও পুরোপুরি সেরে উঠেনি। স্ত্রী ও সন্তানদের পাশে তার থাকা দরকার। আমরা পরিস্থিতিটা বুঝতে পেরেছি ও ম্যাচটা না খেলার অনুমতি দিয়েছি। ’

সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থেকে বুধবার দলের সঙ্গে থাকার কথা ছিল মুশফিকের। কিন্তু এখন ঢাকাতেই থাকবেন তিনি। মুশফিকের সঙ্গে ঢাকায় ফেরা অধিনায়ক সাকিব আল হাসান অবশ্য কলম্বোতে দলের সঙ্গে যোগ দিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর