আহসান উদ্দীন পারভেজ
চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্য ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে এমএ মোতালেব এমপি বলেন, সাতকানিয়া লোহাগাড়াতে কোন রকমের অন্যায় বরদাস্ত করা হবে না। এবং আইনশৃঙ্খলা বাহিনী এব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। এসময় তিনি আগামীতে সুন্দর ও স্মার্ট সাতকানিয়া লোহাগাড়া গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
শুক্রবার (২২ জানুয়ারি) বিকেল ৪ টায় সাতকানিয়া উপজেলার আমিলাইশ ইউনিয়ন পরিষদের মাঠে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ আ ম. ম মিনহাজুর রহমান। সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন, সাতকানিয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক সেলিম উদ্দিন, কাঞ্চনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রমজান আলী, সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন, আমিলাইষ ইউনিয়নের সভাপতি জিয়াউর রহমান, সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুমন, সাধারণ সম্পাদক নবাব মিয়া রকিব, পৌরসভার স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল উদ্দি, সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম, সহ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ।
Leave a Reply