পটিয়া প্রতিনিধিঃ ইটভর্তি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে পটিয়ায় এক মোটর সাইকেল চালকের মৃত্যু ঘটেছে। মৃত মোহাম্মদ তারেক (১৮) এইচএসসি পরীক্ষার্থী। সে উপজেলার ধলঘাট ইউনিয়ন নন্দের খীল গ্রামের মোহাম্মদ বারেকের পুত্র। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রিটন সরকার এ প্রসঙ্গে বলেন, ‘এ ঘটনার খবর পেয়ে পটিয়া থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পিকাপভ্যানটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে। এ বিষয়ে একটি মামলার প্রস্ততি চলছে বলেও জানানি তিনি।
Leave a Reply