আহাসান উদ্দিন পারভেজঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন ফরম কিনেছিলেন সাতকানিয়া উপজেলা আ. লীগের সভাপতি এবং বনফুল ও কিষোয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব (সিআইপি)। তবে এ আসনের তাকে মনোনয়ন দেয়নি আ. লীগ। কিন্তু তৃণমূলের নেতাকর্মীদের হতাশ না করতে আসনটি থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন তিনি। আগামিকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) তার মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।
ইতোপূর্বে সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। এসব প্রসঙ্গে আলাপকালে এম এ মোতালেব চাটগাঁর সংবাদকে বলেন, ‘কেন্দ্র থেকে জানানো হয়েছে যাদের জনসমর্থন বেশি রয়েছে তারা স্বতন্ত্র প্রার্থী হয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই করতে। আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশ আ.লীগের তৃণমূলের রাজনীতির সাথে যুক্ত এবং এই চট্টগ্রাম-১৫ আসনে আমার জনপ্রিয়তা সকলের চেয়ে বেশি। আমার সমর্থকরা চাইছে আমি ভোটে দাঁড়াই। তাদের হতাশ না করতেই আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে এবারের ভোটে লড়ব।’
তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস আমি যেভাবে সর্ব সাধারণের ভালোবাসা পেয়ে এসেছি তেমনি সকলের ভোট পেয়ে নির্বাচিত হতে পারব ইনশাআল্লাহ। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।’
Leave a Reply