অনলাইন ডেস্কঃ দেশের আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন বাংলাদেশের (রিহ্যাব) নতুন পর্ষদ নির্বাচনে (২০২৪-২০২৬) পরিচালক পদে বিজয়ী হয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ী মোহাম্মদ মোরশেদুল হাসান, হাজী দেলোয়ার হোসেন ও মো. আবদুল কৈয়ুম চৌধুরী। আগামি দু’বছর চট্টগ্রামের কেন্দ্রীয় কমিটি পরিচালনার দায়িত্বে থাকবেন তারা।
আরও পড়ুন রিহ্যাব নির্বাচনে ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়
এছাড়া রিজিওন কমিটিতে ভোটে পাঁচজন পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। তারা হলেন-আবদুল কাইয়ুম ভূঁইয়া, সৈয়দ ইরফানুল আলম, নুর উদ্দিন আহাম্মদ, মো. মাইনুল হাসান, সারিস্ত বিনতে নুর।
সম্প্রতি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) ভোটগ্রহণ ও ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করেছে রিহ্যাবের নির্বাচন কমিশন। তবে আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) চলছে সংগঠনটির সভাপতি ও সহ-সভাপতি মনোনয়ন ফরম সংগ্রহের কার্যক্রম।
Leave a Reply