অনলাইন ডেস্কঃ স্বচ্ছ দূষণমুক্ত পরিবেশের জন্য এ্যাড ভিশন বাংলাদেশ ও ন্যাশনাল এনভায়রণমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ন্যাশনাল এনভায়রণমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আব্দুল আাজিজ। আজ শনিবার বিকালে নগরীর বড়পুল হালিশহর সায়মা আবুল স্কয়ার অডিটোরিয়ামে পরিবেশ ও সামাজিক সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশ ও ন্যাশনাল এনভায়রণমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পরিবেশ ও জলবায়ু বিষয়ক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘পরিবেশ ও জলবায়ু ক্ষতি মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। বৃক্ষ ও পাহাড় কাটা, নদী দূষণ এবং বিষাক্ত গ্যাস ধোঁয়া, ক্ষতিকর পলিথিন ও প্লাস্টিক উৎপাদন ব্যবহার বন্ধ করতে হবে। রাস্তার দুই পাশে বেশি বেশি ছায়াযুক্ত গাছের চারা লাগাতে হবে। সকলকে সরকারের পক্ষ হতে পরিবেশ রক্ষার্থে সচেতনতা বাড়াতে আরো বেশি কার্যক্রম পরিচালনা করতে হবে।’
আরও পড়ুন কক্সবাজারকে স্মার্টরূপে গড়তে মাস্টারপ্ল্যান বাস্তবায়নে ২৯ রূপকল্প
এ্যাড ভিশন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি সাজেদুল আলম চৌধুরী মিল্টনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্ঠা ক্যাপ্টেন মুহসিন আলম।
হাফেজ ক্বারী মাওলানা মো: ইব্রাহিম খলিলের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে পরিবেশ উন্নয়ন সংস্থা এ্যাড ভিশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক সংগীত শিল্পী মাসুদ রানা স্বাগত বক্তব্য রাখেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এনইএইচআরএফ এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. আব্দুল মান্নান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মো. আশরাফুল ইসলাম, চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. কালিম শেখ, মো. ইউসুফ, সাবরিনা আফরোজ, নূর আক্তার বেগম নূরা, সাংবাদিক স. ম. জিয়াউর রহমান, মো. সালাহ উদ্দিন আহমেদ বাবু, জয় দে, মো. জামাল, মশিউর রহমান মিঠু প্রমুখ।