পরিবেশ ও সেবামূলক সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশের আয়োজনে চট্টগ্রাম প্রেস ক্লাব সংলগ্ন চত্বরে মাসব্যাপী পরিচ্ছন্ন কার্যক্রম ও গাছের চারা বিতরণ কর্মসূচি নেয়া হয়েছে। আজ সোমবার (৭ নভেম্বর) বিকাল ৪ টায় নগরের চট্টগ্রাম প্রেস ক্লাব সংলগ্ন চত্বরে মাসব্যাপী এ কর্মসূচি নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির নগর শাখার সভাপতি মো. সায়েদুল আলম চৌধুরী মিল্টন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন
আলকরণ ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুস সালাম মাসুম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম, ৪১ নং ওয়ার্ড যুব লীগের সভাপতি মো. মাইনুল ইসলাম। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা
সাধারণ সম্পাদক ও পরিবেশ সংগঠক মো. মাসুদ রানা। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট কামরুল ইসলাম, স ম জিয়াউর রহমান, মো. নাছির উদ্দীন বাঙালি, রফিকুল ইসলাম, মো. হাসান মুরাদ, নুর জাহান আকতার নুরা, নাছরিন তমা, নুপুর আকতার, শিউলি আকতার, নিশিতা বড়ুয়া, এরশাদ আলী, মো. পারভেজ, সামিনা আকতার, ফেরদৌস আলম তপু, মো. শিহাব উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে প্যানেল মেয়র গিয়াস উদ্দিন বলেন, ঘরে ঘরে আজ পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বৈশ্বিক পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী আজ চরম সমস্যা আবর্তিত। এ সংকট মোকাবিলায় সকলকে
পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষায় এগিয়ে আসতে হবে। আলোচনা সভা শেষে পথচারী ও শিক্ষার্থীদের মাঝে এক হাজার লিফলেট ও তিনশত বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ এবং জামালখান ওয়ার্কওয়ের মাঝে ঔষধী গাছের চারা রোপণ
করা হয়।