আজ ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি: গ্রীনভিউ আবাসিক এলাকা কল্যাণ সমিতি আয়োজিত শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তৃতাকালে মো. মহিউদ্দিন বাচ্চু এমপি।

মুক্তিযুদ্ধের শক্তিকে সজাগ থাকতে হবে: মহিউদ্দিন বাচ্চু


চাটগাঁর সংবাদ ডেস্কঃ বঙ্গবন্ধুর খুনি ও স্বাধীনতাবিরোধীরা থেমে নেই, তাই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে সজাগ থাকতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ১০ আসনের সাংসদ মো. মহিউদ্দিন বাচ্চু এমপি।

মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে গ্রীনভিউ আবাসিক এলাকা কল্যাণ সমিতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীনতার মহানায়ক। তিনি কালজয়ী মহাপুরুষ। বাঙালির চেতনার বাতিঘর। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু
মুজিব মহান স্বাধীনতার স্থপতি। স্বাধীনতার পরাজিত শত্রুরা ভেবেছিলো
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে স্বাধীনতাকে নস্যাৎ করে স্বাধীন
বাংলাদেশকে পুনরায় পাকিস্তান বানানো সম্ভব হবে, কিন্তু তাদের স্বপ্ন সফল
হয়নি। এরপরও বঙ্গবন্ধুর খুনি ও স্বাধীনতাবিরোধীরা থেমে নেই। তাই স্বাধীনতার
সকল শক্তিকে সজাগ থাকতে হবে।’

মহিউদ্দিন বাচ্চু বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।’

সমিতির নবনির্বাচিত সভাপতি আলহাজ মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সদস্য মো. হেলাল উদ্দিন, মো. সাইফুল ইসলাম, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম।

এসময় আরো উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ সভাপতি মো. আরমান চৌধুরী, সহ সভাপতি মিজানুর রহমান চৌধুরী ফারুক, আব্দুল খালেক, সাধারণ সম্পাদক দীপংকর বড়ুয়া শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, মো. মাসুদ রানা, আশরাফুল আলম শিমুল, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম অনু, অর্থ সম্পাদক কাজী সফিউল আলম বাবু, দপ্তর সম্পাদক রেজাউল করিম, সমাজকল্যাণ সম্পাদক মো. ইসমাইল খান, সহ-অর্থ সম্পাদক মো. জিয়াউল হক সরকার, নির্বাহী সদস্য শাহেদ ইউসুফ মানিক, আলহাজ জসিম উদ্দিন, শহিদুর রহমান অটল, সাইফুল ইসলাম, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, হাজী মো. আবু তাহের, এ বি এম ফজলে আমিন, মো. জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সদস্য স ম জিয়াউর রহমান, পাহাড়তলী থানা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. সেকান্দর, সদস্য মোহাম্মদ ইউসুফ, ১৩নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মৌসুমি চৌধুরী, যুবলীগ নেতা মোহাম্মদ
ইমরান প্রমুখ।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর