আজ ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

জনগণের সেবা করার সুযোগ চাইছেন মহিউদ্দিন বাচ্চু


চাটগাঁর সংবাদ ডেস্ক: চট্টগ্রাম ১০ আসনের আসন্ন উপ-নির্বাচনে ভোট লড়াইয়ে জয়ী হয়েই জনগণের সেবা করার সুযোগ চাইছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। সোমবার (১৭ জুলাই) দুপুরে পাহাড়তলীর ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইনস্টিটিউট মাঠে গণসংযোগে নৌকা প্রতীকের প্রচারণায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশ ও মাটির জন্য যে দায়বদ্ধতা নিয়ে জন্ম গ্রহণ করেছিল তা থেকে একচুলও কখনো নড়েনি। বরং কঠিন সময়গুলোকে জয় করে বার বার জনগণের পাশে থেকেছে এবং তাঁদের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায়
আওয়ামী লীগ সব সময় অঙ্গীকারবদ্ধ ছিল। এই অঙ্গীকার পূর্ণমাত্রায় পালন করেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি এবার চট্টগ্রাম-১০ আসনের আসন্ন উপ-নির্বাচনে আমাকে নৌকা প্রতীক উপহার দিয়েছেন। আমি নিশ্চিত জনগণ আমাকে ভোট দিয়ে জয়ী করে সেবা করার সুযোগ করে দেবে।

এসময় মহিউদ্দিন বাচ্চুর পক্ষে গণসংযোগে অংশ নেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, আমাদের কাছে বড় বিষয় হলো সংবিধান রক্ষা করা এবং এই দায়িত্বটি পালনে আমরা সব সময় জনগণের পাশে আছি, থাকবো। আসন্ন উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুকে মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে জানান দিতে হবে যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না।

এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে এমন অভিযোগ তুলে তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত নির্বাচন থেকে পালাতে চায়, নির্বাচন থেকে পালাতে পালাতে এক সময় নিজেরাই হারিয়ে যাবেন।

তিনি আরো বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, তাদের ক্ষমতার উৎস ছিল ক্যান্টনমেন্ট আর এখন জামায়াত ও স্বাধীনতাবিরোধী শক্তি। এ রকম একটি পরিস্থিতিতে চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন হতে যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক হাজী মো. হোসেন, খুলশী থানা আওয়ামী লীগের আহ্বায়ক মো. হোসেন হিরন, রেজাউল করিম কায়সার, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার মালিক, কাউন্সিলর তসলিমা নূর জাহান রুবি প্রমুখ।

তথ্যসূত্র: বাংলানিউজ২৪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর