মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় মফিজুল্লা খান শিশু বিদ্যা নিকেতনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৯টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে দৌড়, মোরগ লড়াই, সুঁই-সুতা, বিস্কুট দৌড়, কবিতা আবৃত্তি, ছড়াগান, দেশাত্মবোধক গান, গজল, ক্বেরাত, নৃত্য, যেমন খুশি তেমন সাজ সহ ৫৩টি ইভেন্টের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া ২০২২ সালে প্রাথমিকে সরকারি মেধাবৃত্তিপ্রাপ্ত ৬জন শিক্ষার্থী ও ৭জন সচেতন অভিভাবককে পুরষ্কার প্রদান করা হয়।
বিদ্যালয়ের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রভাস দাশ গুপ্তের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মফিজুল্লা খান শিশু বিদ্যা নিকেতন প্রতিষ্ঠাতা ও দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি আলী আজম খান।
বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়টির ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকার কামাল হোসেন জনি, দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মফিজুল্লা খান শিশু বিদ্যা নিকেতনের রেক্টর ও পরিচালক বিষ্ণু যশা চক্রবর্তী, মফিজুল্লা খান শিশু বিদ্যা নিকেতন পরিচালক মীর মোহাম্মদ হান্নান, চন্দনাইশ উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, মকবুল সওদাগর, ইমরান কবির, শাবুল দাশ, পংকজ দাশ, মো. আনিস, বিদ্যালয়টির উপাধ্যক্ষ মো. জাফর, সিনিয়র শিক্ষক সাথী দেওয়ানজী, শাহনেওয়াজ বেগম, আহমদ হোসেন, সুমী মজুমদার, তন্দ্রা মজুমদার, আয়েশা বেগম, কানিজ ফাতেমা, জাহেদুল ইসলাম, পলি দাশ, জুলেখা বেগম, হাবিবুন্নেছা পপি প্রমূখ।