মো.ইকবাল হোসেন, সাতকানিয়াঃ নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে সাতকানিয়ায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৯ ডিসেম্বর) বিকালে উপজেলার বাজালিয়া স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
অভিযানের সময় দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, কারসাজি করে পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি না করতে অনুরোধ করা হয়।
আরও পড়ুন সাতকানিয়ায় বন্যা পরিস্থিতিতে খাদ্য সংকট, ফায়দা লুঠছে অসাধু ব্যবসায়ীরা
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজালিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় উক্ত এলাকার দোকানগুলোতে নিত্যপণ্যের দাম যাচাই করা হয় ও দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করা আছে কিনা তা তদারকি করা হয়। এ অভিযানে ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট ৫টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন সাতকানিয়া থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
Leave a Reply