মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ
চন্দনাইশে লাইসেন্স না থাকা, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও বীজ সহ কৃষিপণ্য বিপণন করার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে পাঁচটি প্রতিষ্ঠানকে ১১হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (০৫ ডিসেম্বর) বিকালে দোহাজারী পৌরসভায় কৃষি বিপণন আইনে মোবাইল কোর্ট পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনার সময় কৃষি বিপণন আইনে দোহাজারী পৌরসভার আবু তৈয়বকে দুই হাজার টাকা, আলী মৃধা লিটনকে দুই হাজার টাকা, মোঃ ইলিয়াসকে দুই হাজার টাকা, আব্দুল আলিমকে দুই হাজার টাকা, আব্দুল মালেককে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার বলেন, কৃষকেরা যাতে ন্যায্যমূল্যে সার, বীজ ও কীটনাশকসহ ভালো মাণের কৃষিপণ্য কিনতে পারেন সেটি নিশ্চিতকল্পে এধরণের অভিযান অব্যাহত থাকবে।