আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন মো. সিরাজুল ইসলাম


প্রভাস চক্রবর্তী, বোয়ালখালী

শিক্ষা জাতীর মেরুদণ্ড, শিক্ষামান বজায় রাখতে আজ ২৮ জানুয়ারী বোয়ালখালীর ঐতিহ্যবাহি গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে অভিভাবক সদস্য হিসাবে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার বোয়ালখালী প্রতিনিধি সাংবাদিক মো. সিরাজুল ইসলাম।

নির্বাচনের পর তিনি জানান, আমি এ গোমদণ্ডী পাইলট মডেল স্কুলের ছাত্র ছিলাম। বর্তমানে আমার ছেলে এই বিদ্যালয়ে অধ্যয়নরত। আমার প্রাণপ্রিয় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচিত হয়ে এলাকায় ছেলে মেয়েদের লেখাপড়া উন্নয়নে সার্ব্বিক সহযোগিতা করবো। পড়ালেখার মানোন্নয়নের পাশাপাশি অন্যান্য সদস্যদের সাথে বিদ্যালয়ের উন্নয়নে আন্তরিক ভাবে কাজ করে যাবো। তিনি একাধারে বোয়ালখালী প্রেসক্লাবের তিনবারের সভাপতি, পশ্চিম গোমদণ্ডী বহদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি, বোয়ালখালী বয়েস ক্লাবের উপদেষ্টাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে অতপ্রতভাবে জড়িত।

তিনি সদস্য নির্বাচিত হওয়ায় বোয়ালখালী প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর