অনলাইন ডেস্কঃ সাতকানিয়ার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান একেবিসি ঘোষ ইনস্টিটিউট তথা কাঞ্চনা হাইস্কুল পরিচালনা পরিষদে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান মারুফ। তিনি কাঞ্চনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আতাউর রহমানের সুযোগ্য পুত্র ও সাবেক সাংসদ মরহুম বিএম ফয়েজুর রহমানের ভাতুষ্পুত্র, নাট্যকার মরহুম ছদরুল পাশা ও কর্পোরেট ব্যক্তিত্ব আসিফ ইকবালের চাচাতো ভাই।
তাকে অভিনন্দন জানিয়ে চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক নুরুল আবছার চৌধুরী বলেন, ‘আমিলাইশ, কাঞ্চনা, এওচিয়াসহ পশ্চিম সাতকানিয়ার শিক্ষা ব্যবস্থাকে আরও একধাপ এগিয়ে নিতে অবকাঠামো এবং ভৌগলিক অবস্থান সার্বিক দিক বিবেচনায় বিদ্যালয়টি কলেজে উন্নীত করলে এলাকার শিক্ষার্থীরা উপকৃত হবে বলে তিনি মনে করেন। এবং বিদ্যালয়টিকে কলেজে উন্নীত করতে উনার শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করার অভিজ্ঞতার আলোকে সার্বিক সহযোগিতা প্রদান করবেন বলে অভিমত ব্যক্ত করেন।’
আরও পড়ুন সাতকানিয়ার কাঞ্চনায় মহিলা আ.লীগের সমাবেশ অনুষ্ঠিত
উল্লেখ্য, একেবিসি ঘোষ ইনস্টিটিউট ১৯২৯ সালে শহিদ বুদ্ধিজীবী রায় কামিনী কুমার ঘোষ প্রতিষ্ঠা করেন। সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়নে এটি অবস্থিত হলেও দুই ইউনিয়নের সীমানায় এর অবস্থান। যার ফলে দুই ইউনিয়নের নামে আমিলাইষ কাঞ্চনা বঙ্গ চন্দ্র ঘোষ ইনস্টিটিউট। তবে এটি কাঞ্চনা হাই স্কুল নামেই অধিক পরিচিত এবং প্রসিদ্ধ। প্রতিষ্ঠালগ্ন থেকে এই প্রতিষ্ঠান থেকে শিক্ষার্জন করে সফল হয়েছেন অসংখ্য শিক্ষার্থী।
Leave a Reply