আজ ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

মীরসরাইয়ে শ্রমিক লীগের নেতাকে কুপিয়েছে দূর্বৃত্তরা


মীরসরাই প্রতিনিধিঃ চট্টগ্রামের মীরসরাইয়ে আজিম উদ্দিন (৪২) নামে বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের এক নেতাকে উপর্যপুরি কুপিয়েছে দূর্বৃত্তরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোররাতে উপজেলার বারইয়ারহাট পৌরসভার মেহেদী নগর এলাকায় এই ঘটনা ঘটেছে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আজিম জোরারগঞ্জ ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। সে একই ইউনিয়নের ইমামপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের পুত্র।

আজিম উদ্দিনের ভাই নাঈম উদ্দিন জানান, তার ভাইয়ের বারইয়ারহাট পৌরসভার মেহেদী নগর এলাকায় মুরগীর খামার রয়েছে। খামারে ছোট বাচ্চা তোলায় গতকাল রাতে তিনি সেখানে ছিলেন। এসময় দুবৃত্তরা খামারের সামনে রাখা মোটরসাইকেল নিয়ে যেতে চাইলে বের হয়ে সে বাধা দেয়। তখন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে আজিমকে উদ্ধার করে প্রথমে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। পরবর্তীতে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, রাজনৈতিক কারণে তার ভাইয়ের উপর হামলা করা
হয়েছে। এদিকে আজিম উদ্দিনের উপর হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের
শাস্তি দাবী করেছেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল
করিম মাষ্টার ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক
আবু তাহের।

জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার বলেন, আমার ইউনিয়নের শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজিমকে কুপিয়েছে সন্ত্রাসীরা। আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো তার উপর হামলাকারীদের খুঁজে বের করে যেন শাস্তির আওতায় আনা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, জাহিদ হোসেন বলেন, ‘কুপিয়ে জখম করার ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর