নিজস্ব প্রতিবদেক:
পূর্ব শত্রুতার জেরে চট্টগ্রামের সাতকানিয়ায় রাতের আঁধারে প্রায় ২’শ টি চারাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
১৭ এপ্রিল রাতের অন্ধকারে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের উত্তর কাঞ্চনা খোন্দকার পাড়ার ফোরক আহমদের নিজ জমিতে এ ঘটনা ঘটে।
জানা যায়, দীর্ঘদিন থেকে পূর্ব শত্রুতার জেরে একটি মহল নানাভাবে হয়রানি করে আসছে ফোরক আহমদের পরিবারকে।ফোরক আহমেদের ছেলেরা শহরে থাকার সুবাদে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে মহলটি।এমনকি শখের বশে ফোরক আহমদের নিজ জমিতে রোপণ করা প্রায় ২’শ টি চারাগাছ রাতের অন্ধকারে কেটে দিলো দূর্বৃত্তরা।কে বা কারা এই কাজ করেছে জানা না গেলেও স্থানীয়দের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে এসব কাজ করেছে পার্শ্ববর্তী একটি মহল।