অনলাইন ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
মির্জা ফখরুল ও আমির খসরুর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বলেন, ‘পল্টন থানায় দায়ের করা নাশকতার ৫৫ নম্বর মামলায় মির্জা ফখরুল ও আমির খসরু জামিন পেয়েছেন। পাশাপাশি পুলিশ হত্যার দায়ে ৫৪ নম্বর মামলায় জামিন পেয়েছেন আমির খসরু। নির্বাচন কেন্দ্রিক বিএনপির কার্যক্রম বাধাগ্রস্ত করতে এ মামলাগুলো দেয়া হয়েছে। যেহেতু নির্বাচন শেষ তাই তাদের জামিন দেয়া হচ্ছে।’
আরও পড়ুন জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে কাকরাইলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে মির্জা ফখরুলের গুলশানের নিজ বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয়। এছাড়া ২ নভেম্বর রাতে গুলশানের বাসা থেকে আমির খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতার করা হয়।
তথ্যসূত্র: বণিক বার্তা