আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: বাংলাট্রিবিউন

মির্জা ফখরুল ও আব্বাস জামিনে মুক্ত


জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি স্হায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস। সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে তারা কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এরআগে, হাইকোর্টের জামিন আদেশ কারাগারে পৌঁছায়। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান অভিযোগ করেন, গত ৯ ডিসেম্বর রাত ৩টার দিকে ডিবি পুলিশের একটি দল উত্তরার বাসা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে। ডিবির কর্মকর্তারা ‘ওপরের নির্দেশ’ আছে বলে তাকে নিয়ে যায়।

পরে একই দিন দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ জানান, ঢাকার নয়াপল্টনে পুলিশের ওপর হামলার উসকানি ও পরিকল্পনার মামলায় মির্জা ফখরুল এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার দেখানো হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর