আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: আনোয়ারা ফাউন্ডেশন

আনোয়ারা ফাউণ্ডেশনের নতুন কমিটির গুরুদায়িত্বে অর্থ প্রতিমন্ত্রী


অনলাইন ডেস্কঃ আনোয়ারার সর্বস্তরের পেশাজীবীদের সংগঠন আনোয়ারা ফাউণ্ডেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের মাঠে অনুষ্ঠিত সভায় এ কমিটির আত্মপ্রকাশ ঘটে।

সভায় সভাপতিত্ব করেছেন আনোয়ারা ফাউণ্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন মোহাম্মদ শাহ। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম চৌধুরী।

সভায় সর্বসম্মিতক্রমে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান এমপিকে প্রধান পৃষ্ঠপোষক, রাজনীতিবিদ শাহাজাদা মহিউদ্দিন, শিক্ষাবিদ প্রদীপ চক্রবত্তী, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ ইদ্রিস, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাহামুদ ও রাজনীতিবিদ কাজী মোজাম্মেল হককে উপদেষ্টা করে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন আনোয়ারায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কাজী মোজাম্মেল হক

সভাপতি ডা. নাছির উদ্দিন মাহামুদ, সদস্য এড. চন্দন বিশ্বাস, সাংবাদিক এম. নুুরুল ইসলাম, আবুল বশর, রাজীব দাশ রাহুল, কল্যায়ময়ী ভট্টাচার্য্য, শিক্ষক ওসমান গণি, ব্যাংকার ইলিয়াছ বাঙ্গালী, বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন আহম্মদ শাহ, নুরুল হুদাকে নিয়ে ১১ সদস্য
বিশিষ্ট আনোয়ারা ফাউণ্ডেশন কমিটি গঠন করা হয়।

সভায় আনোয়ারার উন্নয়ন এবং পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়ন প্রসঙ্গে আলোচনা করা হয়। এছাড়া  আনোয়ারা ও পশ্চিম পটিয়া নিয়ে একটি উন্নয়ন পরিষদ গঠনের প্রস্তাব রাখা হয়। আনোয়ারা কলেজে বঙ্গবন্ধুর একটি মুরাল স্থাপনের প্রস্তাব ওঠে সভায়।

আনোয়ারার শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ও সহজে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যাতায়াত করতে পারে সেজন্য দুইটি বাসের দাবী উত্থাপন করা হয়। এসময় আনোয়ারার কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইদ্রিস, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাহামুদ, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ডা. সালেহ আহমদ, বীর মুক্তিযোদ্ধা লোকমান শাহ প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর