ওসমান হোসাইন, কর্ণফুলী প্রতিনিধিঃ
যারা স্বাধীনতাকে কখনো মেনে নিতে পারেনি, তারাই দেশী ও বিদেশী চক্রে ১৫ আগষ্ট হত্যাকান্ড চালিয়েছিলো। কিছু আর্মি অফিসারকে উসকানি দিয়ে এ-ই কর্মকাণ্ড ঘটিয়েছিলেন। আল্লাহর অশেষ রহমত ছিল আমাদের মহান নেত্রী বঙ্গবন্ধুর যোগ্যউত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা বিদেশে ছিলেন বিধায় বেঁচে গিয়েছিলেন। নাহলে তাঁরা দুজনেরও একই পরিণতি হতো। ইতিহাস অনেক কিছু সাক্ষ্য দেয়।”
সোমবার (১৫ আগষ্ট) দুপুরে উপজেলার মেগা কমিউনিটি সেন্টার মিলনায়তনে উপজেলা আ. লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেন, “৭৫ এর ১৫ আগষ্ট ইতিহাসের কালো অধ্যায়। ওই রাতে আমরা হারিয়েছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পাশাপাশি হারিয়েছি বঙ্গবন্ধুর পরিবার শেখ জামাল, শেখ কামাল, শেখ রাসেল ও অন্যান্য সদস্যদের। পৃথিবী যতদিন বেঁচে থাকবে ততদিন ৭৫ এর ১৫ আগষ্টকে কেউ ভুলতে পারবে না। জাতির পিতাকে শুধু হত্যা করা হয়নি। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিলেন।”জাতির পিতাকে হারানোর শোককে শক্তিতে রূপান্তর করতে হবে।
ভূমিমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। তাঁরই সুযোগ্যকণ্যা শেখ হাসিনা প্রায় সময় বলেন-আমরা জনগণের সেবক হতে চাই। যদিও বিরোধিরা বলছেন, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। আমি দ্বর্থহীন ভাবে বলতে চাই-বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না। আমাদের অর্থনীতি অনেক বেশি মজবুত। অনেক বেশি চাঙ্গা। আমাদের মাসিক রেমিট্যান্স ২ বিলিয়ন ডলারের উপরে। বছরে ২৪ বিলিয়ন ডলার আসছে। আমদানি রপ্তানী বেড়েছে। আমাদের মেগা প্রকল্পগুলো সব শেষের পথে। এসব ইনকাম জেনারেটে প্রবেশ করছে।”
মাননীয় ভূমিমন্ত্রী আরো বলেন, কর্ণফুলীর চিত্র দেখলেই বুঝা যায়, কিভাবে বাংলাদেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। সবাইকে ভুল বুঝাবুঝি আর ভেদাভেদ ভুলে এগিয়ে যেতে হবে। আগামী ২০২৩ সালের ডিসেম্বর কিংবা জানুয়ারীর জাতীয় নির্বাচনে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।”
উন্নয়নের ধারায় পাল্টে গেছে দেশের চিত্র।
এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে জয়ী করার আহবানও জানান তিনি।
উপজেলা আ.লীগের সভাপতি ফারুক চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আমির আহমদের সঞ্চলনায় আলোচনা সভায় আরো বক্তব্য দেন মুক্তিযোদ্ধা এম এ ইসলাম, দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টুকু, সহ-সভাপতি এস এম সালাহ, সেলিম উল্লাহ খান, এসএম হোসেন, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম, নাজিম উদ্দীন হায়দার ও এপিএস আবদুল মান্নান, সাবেক কর্ণফুলী থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, জুলধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক চৌধুরী, চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ছাবের আহমেদ, শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সোলায়মান তালুকদার, চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছৈয়দ আহমেদ, জুলধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমেদ, শিকলবাহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল করিম ফোরকান, বড়উঠান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদুর রহমান শাহেদ, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মোমেনা আক্তার নয়ন, উপজেলা আওয়ামী লীগ নেতা দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শহীদুল ইসলাম, কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজিদ প্রমুখ।
মাননীয় ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে,জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এবং বঙ্গবন্ধু সহ সকল মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে শোক সভায় দোয়া করা হয় মোনাজাত পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা ইসলামিক ফাউন্ডেশন সুপারভাইজার মৌলানা সাইফুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলার পাঁচ ইউনিয়ন আ.লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
Leave a Reply