আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

চট্টগ্রামের সরকারি কলেজগুলোয় একাদশে ভর্তির নূন্যতম যোগ্যতা ও আসন সংখ্যা


অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম মহানগরীর ৭টি ও জেলায় ১১টি সরকারি কলেজে একাদশে ভর্তির অনলাইন আবেদন ২৬ মে থেকে শুরু হয়েছে। এবার আবেদন তিন ধাপে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রথম ধাপে আবেদন চলবে ১১ জুন পর্যন্ত। এরপর ২৩ জুন প্রথম পর্যায়ে নির্বাচিতদের ফল প্রকাশ করা হবে। দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ করা হবে ৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত । তৃতীয় ধাপের আবেদন চলবে ৯ ও ১০ জুলাই পর্যন্ত । ভর্তি কার্যক্রম চলবে ১৫ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত। এরপর ৩০ জুলাই থেকে একাদশের ক্লাস শুরু হবে।

সরকারি কলেজগুলোতে একাদশে ভর্তির নূন্যতম যোগ্যতা ও সিট সংখ্যা:
প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী ভালো ফলাফল করেও কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন না। এ জন্য অনেকের প্রয়োজনীয় তথ্য জানা থাকে না।

চট্টগ্রাম কলেজ: এই প্রতিষ্ঠানে বিজ্ঞান বিভাগে ৬৬০টি সিট রয়েছে এবং ভর্তি হতে হতে পারবেন কেবল জিপিএ ৫ অর্জনকারীরা।

চট্টগ্রাম কলেজে মানবিক শাখায় ভর্তি হতে হলে ন্যূনতম জিপিএ থাকতে হবে ৪ এবং একানে রয়েছে ৩৮০টি আসন। এখানে ব্যবসায় শিক্ষা শাখা নেই।

হাজী মুহাম্মদ মহসিন কলেজ: এ কলেজে বিজ্ঞান বিভাগে ৬৬০টি সিট রয়েছে যেখানে ভর্তি হতে থাকতে হবে জিপিএ ফাইভ। ব্যাবসায় শিক্ষা শাখায় রয়েছে ৬১৫ আসন; ভর্তি হতে লাগবে জিপিএ ৪ পয়েন্ট ৫০। মানবিকে রয়েছে ৪৬০টি সিট, ভর্তির ন্যূনতম যোগ্যতা জিপিএ ৪।

সরকারি কমার্স কলেজ: এ প্রতিষ্ঠানে বিজ্ঞান ও মানবিক শাখা নেই। ব্যবসায় শিক্ষায় ভর্তি হতে ন্যূনতম জিপিএ লাগবে ৪ পয়েন্ট ৫৬। এ শাখায় ১ হাজার আসন রয়েছে।

সরকারি সিটি কলেজ: এ কলেজে বিজ্ঞান বিভাগে ৬৬০টি সিটের বিপরীতে ন্যূনতম জিপিএ লাগবে ৫। ব্যবসা শাখায় রয়েছে ৩৮০টি সিট যেখানে ভর্তি হতে জিপিএ কমপক্ষে ৪ পয়েন্ট ৫০ লাগবে। মানবিকে রয়েছে ৩৮০টি আসন যেখানে ন্যূনতম জিপিএ চাওয়া হয়েছে ৪।

সরকারি মহিলা কলেজ: এখানে বিজ্ঞঅন শাখায় ভর্তি হতে জিপিএ পাইভ লাগবে এবং সিট রয়েছে ৫’শ। ব্যবসা শাখায় সিট রয়েছে ৫’শ যেখানে ন্যূনতম জিপিএ চাওয়া হয়েছে ৪। আর মানবিকে সিট রয়েছে ৪’শ, জিপিএ লাগবে ৩।

সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ: এ কলেজে বিজ্ঞানে রয়েছে ৫’শ সিট, ভর্তির জন্য ন্যূনতমস জিপিএ চাওয়া হয়েছে ৫। ব্যবসায় শিক্ষায় ৩’শ সিটের যে কোনোটিতে ভর্তির আবেদনে জিপিএ থাকতে হবে ৪। মানবিকে সিট ৪৫০, জিপিএ লাগবে ৩।

বাকলিয়া সরকারি কলেজ: এ প্রতিষ্ঠানে বিজ্ঞান শাখায় সিট রয়েছে ৪৬০টি, ভর্তি হতে হলে জিপিএ লাগবে ৫। ব্যবসা শাখায় রয়েছে ৫২৫ সিট, জিপিএ চাওয়া হয়েছে কমপক্ষে ৪। আর মানবিকে রয়েছে ৪৫০ সিট, জিপিএ লাগবে ন্যূনতম ৩।

জেলা

যারা নগরীর কলেজগুলোতে ভর্তি হতে পারেননি তারা জেলার সরকারি কলেজগুলোতেও আবেদন করতে পারবেন।

স্যার আশুতোষ সরকারি কলেজ: বোয়ালখালীর এ কলেজে বিজ্ঞান শাখায় সিট রয়েছে ৪’শ, ভর্তি হতে হলে জিপিএ লাগবে ৪। ব্যবসা শাখায় ৫৫০ সিট, জিপিএ চাওয়া হয়েছে ৩ পয়েন্ট ৫০। আর মানবিকে রয়েছে ৫৫০সিট জিপিএ লাগবে ৩।

পটিয়া সরকারি কলেজ: এ কলেজে বিজ্ঞান শাখায় সিট রয়েছে ৩’শ, ভর্তি হতে হলে জিপিএ লাগবে ৪। ব্যবসা শাখায় ৫৫০ সিট, জিপিএ চাওয়া হয়েছে ৩ পয়েন্ট ৫০। আর মানবিকে রয়েছে ৫৫০সিট জিপিএ লাগবে ৩।

আরও পড়ুন একাদশে ভর্তির নীতিমালা

হাটহাজারী সরকারি কলেজ: এখানে বিজ্ঞান শাখায় ৩২০টি সিট রয়েছে, যেখানে ভর্তি হতে হলে জিপিএ লাগবে ৪। ব্যবসা শাখায় ৪’শ সিট, জিপিএ চাওয়া হয়েছে ৩। আর মানবিকে রয়েছে ৬২০সিট জিপিএ লাগবে ৩।

গাছবাড়িয়া কলেজ: চন্দনাইশের এ কলেজে বিজ্ঞান শাখায় সিট রয়েছে ৩২০-টি, ভর্তি হতে হলে জিপিএ লাগবে জিপিএ ৪। ব্যবসা শাখায় রয়েছে ৫’শ সিট, জিপিএ চাওয়া হয়েছে ৩ পয়েন্ট ৫০। আর মানবিকে রয়েছে ৫’শ সিট জিপিএ লাগবে ৩।

সাতকানিয়া সরকারি কলেজ: এ কলেজে বিজ্ঞান শাখায় সিট রয়েছে ৪’শ, ভর্তি হতে হলে জিপিএ লাগবে ৪। ব্যবসা শাখায় ৫’শ সিট, জিপিএ চাওয়া হয়েছে ৩ পয়েন্ট। আর মানবিকে রয়েছে ৬’শ আসন জিপিএ লাগবে কমপক্ষে ৩।

হাজী এ বি কলেজ: সন্দ্বীপের এ কলেজে বিজ্ঞান শাখায় সিট রয়েছে ১৫০টি, ভর্তি হতে হলে ন্যূনতম জিপিএ লাগবে ৩। ব্যবসা শাখায় ৩’শ সিট, জিপিএ চাওয়া হয়েছে কমপক্ষে ৩ পয়েন্ট। আর মানবিকে রয়েছে ৪৫০ সিট; জিপিএ লাগবে ২ পয়েন্ট ৭৫।

রাউজান সরকারি কলেজ: এ প্রতিষ্ঠানে বিজ্ঞান শাখায় সিট রয়েছে ২২০টি, ভর্তি হতে হলে জিপিএ লাগবে ৪ পয়েন্ট ২৫। ব্যবসা শাখায় রয়েছে ৪৮০ সিট, জিপিএ চাওয়া হয়েছে কমপক্ষে ৪ পয়েন্ট ২৫। আর মানবিকে রয়েছে ৩৮০ সিট, জিপিএ লাগবে ৩ পয়েন্ট ২৫।

ফটিকছড়ি সরকারি কলেজ: এ কলেজে বিজ্ঞান শাখার ১৫০টি আসনে যে কোনোটিতে ভর্তি হতে জিপিএ লাগবে কমপক্ষে ৪। ব্যবসা শাখায় রয়েছে ৩’শ সিট, জিপিএ চাওয়া হয়েছে কমপক্ষে ৩। আর মানবিকে রয়েছে ৪’শ সিট, জিপিএ লাগবে ৩।

আনোয়ারা সরকারি কলেজ: কলেজটির বিজ্ঞান শাখায় সিট রয়েছে ২’শ, ভর্তি হতে হলে জিপিএ লাগবে ৩ পয়েন্ট ৫০। ব্যবসা শাখায় সিট আছে ৬৫০, জিপিএ চাওয়া হয়েছে কমপক্ষে ৩। এখানে মানবিক শাখাতেও রয়েছে ৬৫০সিট, যেখানে ভর্তি হতে ন্যূনতম জিপিএ লাগবে ৩।

রাঙ্গুনিয়া কলেজ: এ প্রতিষ্ঠানে বিজ্ঞান শাখায় ২৫০টি সিট রয়েছে, যেখানে ভর্তি হতে হলে জিপিএ লাগবে কমপক্ষে ৩ পয়েন্ট ৫০। ব্যবসায় শিক্ষা শাখায় রয়েছে সিট রয়েছে ৩’শটি, জিপিএ চাওয়া হয়েছে কমপক্ষে ৩। আর মানবিকে রয়েছে ৪’শ সিট, জিপিএ লাগবে ২ পয়েন্ট ৫০।

আশেকানে আউলিয়া কলেজ: এ কলেজে বিজ্ঞান শাখায় সিট রয়েছে ১’শটি, ভর্তি হতে হলে জিপিএ লাগবে ৩ পয়েন্ট ৫০। ব্যবসা শাখায় রয়েছে ৩’শ সিট, জিপিএ চাওয়া হয়েছে কমপক্ষে ৩। আর মানবিকে রয়েছে ৩’শ সিট, জিপিএ লাগবে কমপক্ষে ৩।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর