পতেঙ্গায় মরহুম আব্দুর রশীদ স্মৃতি সংসদের উদ্যোগে প্রথম বারের মত মিনিবার ফুটবল টুর্নামেন্ট ১৭ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যায় ফাতেমা ভিলা বাড়ির মাঠ প্রাঙ্গণে উদ্বোধনী খেলার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পতেঙ্গা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষক আনিসুর রহমান, হাজী ইউনুচ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মো.আব্দুল কাদের সাইফুল, ক্রীড়ানুরাগি ও সমাজ সেবক মাজহারুল ইসলাম সাগর, ক্রীড়ানুরাগি আলী হায়দার, সমাজ সেবক মো. সিরাজ ও আজহারুল ইসলাম সৈকত।
এসময় আরো উপস্থিত ছিলেন, আয়োজক কমিটির নেতৃবৃন্দের মধ্যে মনির, আকাশ, হৃদয়, অনিক, মামুন, আলী, সামি, রিয়াত, সামিন, ইসপিয়াত, ইসতিয়াক, দিহান, কাউসার, মাহবুব, রাসেল, সবুজ, আবির, আদিব, তামিম ইমরান প্রমুখ। টুর্নামেন্টে সার্বিক সহযোগীতায় ছিলেন, আব্দুল কাদের সাইফুল ও মাজহারুল ইসলাম সাগর।
Leave a Reply