নিজস্ব প্রতিবেদক: চন্দনাইশ উপজেলার কানাই মাদারী গ্রামে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ ফেব্রুয়ারি) চন্দনাইশ উপজেলার ৪ নং বরকাল ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডে অবস্থিত পূর্ব কানাই মাদারী কামাল মাস্টারের বাড়ী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মুরব্বীদের ইসালে সাওয়াব উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
কামাল মাস্টারের বাড়ি সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে উক্ত মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, পাঠানদন্ডী তাহেরিয়া ছাবেরিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার সিনিয়র আরবী শিক্ষক ও পূর্ব কানাই মাদারী শাহী জামে মসজিদের খতিব মাওলানা আবুল হোসেন আল কাদেরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারী কাটিরহাট মুফিদুল ইসলাম ফাজিল ডিগ্রী মাদ্রাসার আরবী প্রভাষক আল্লামা মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমায়ের রেজভী (মুঃজিঃআঃ)।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, পাঠানদন্ডী তাহেরিয়া ছাবেরিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মামুন উদ্দীন সিদ্দিকী ও কাজী এবাদুল্লাহ শাহ (রাহঃ) তৈয়বীয় সুন্নিয়া মাদ্রাসার সহ—সুপার মাওলানা মুহাম্মদ আবু ইউছুফ নুর আল কাদেরী।
মাহফিলে বক্তারা বলেন, ইসলাম হল একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রাসুলের (সা.) আদর্শ মেনে চলতে পারলে আমরা দুনিয়া আখেরাতে সফল হতে পারব। আল্লাহর ভয় যদি আমাদের মনে থাকে তাহলে মানুষ কখনো খারাপ কাজে লিপ্ত হতে পারেনা। দুনিয়ার লোভ পরিহার করে আল্লাহকে ভালবাসতে পারলে আখেরাতের পথ সুগম হবে।
এছাড়াও উপস্থিত ছিলেন মাহফিলের আয়োজক কমিটির নেতৃবৃন্দ। ওয়াজ মাহফিলে বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।