আজ ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

খালেদা জিয়ার রোগমুক্তির জন্য মিলাদ ও দোয়া মাহফিল


অনলাইন ডেস্কঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল হয়েছে।

রাজবাড়ীর বালিয়াকান্দিতে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সম্পাদক হারুনুর রশিদ হারুন, উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, সাধারণ সম্পাদক গোলাম ছারোয়ার ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ আশিক, বালিয়াকান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ফিরোজ মন্ডল, নবাবপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক ফারুক আহম্মেদ।

চাঁদপুরের কচুয়ায় উপজেলা বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির প্রধানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মঞ্জুর আহমেদ সেলিমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশররফ হোসেন।

আরও পড়ুন হাসপাতাল ছাড়ছেন খালেদা জিয়া, রাতে ফিরবেন বাসায়

এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান পাঠান, মোস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মহসিন মিয়া, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, সদস্য সচিব মাসুদ প্রধানীয়া, স্বেচ্ছসেবক দলের আহ্বায়ক গাজী শাহজাহান সিরাজ, ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল প্রধান ও সাধারণ সম্পাদক গাজী রশিদ উপস্থিত ছিলেন।

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ মাঝির পরিচালনায় দোয়া মাহফিল হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্য, আরেফিন খান।

নাটোরে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম আফতাব, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম।

রবিবার (২৩ জুন) বিকালে চট্টগ্রামের চকবাজারে একটি অভিজাত কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় চট্টগ্রাম মহানগর বিএনপি দোয়া মাহফিলের আয়োজন করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর